বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নলছিটিতে একদিনে ৩ শিশুর মৃতু্য

ঝালকাঠি প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নলছিটিতে একদিনে ৩ শিশুর মৃতু্য

ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে ও ইঁদুর মারার বিষ পান করে ৩ শিশুর হয়েছে। উপজেলার কুশংগল ইউনিয়নের সরমহল গ্রামে বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে হামিদা আক্তার (২) নামে এক এক শিশুর মৃতু্য হয়। নিহত শিশু হামিদা ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী জাবেদ হাওলাদারের মেয়ে।

অন্যদিকে গত বুধবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামে ইঁদুর মারার বিষ পান করে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃতু্য হয়। নিহত ৩ বছরের শিশু লামিয়া আক্তার উপজেলার আখরপাড়া গ্রামের কামাল হাওলাদারের মেয়ে এবং ২ বছরের শিশু রমজান একই বাড়ির রানা হাওলাদারের ছেলে। তারা আপন চাচতো ভাই-বোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে