গাইবান্ধায় বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাইয়ের ফাঁসি

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বড় ভাইকে হত্যা মামলায় ছোট ভাই আসামি আরিফ বিলস্নাহকে মৃতু্যদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন। জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া আরিফের সঙ্গে মা হামিদা বেগমের ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। শহিদুলকে গুরুতর অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পরে অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর তিনি মারা যান। পরদিন ২০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় আরিফ বিলস্নাহকে আসামি করে একটি হত্যা মামলা করেন।