টাঙ্গাইলের কালিহাতীতে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসীয়রা জানিয়েছেন, এতে তাদের প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার আউলিয়াবাদ বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের দোকানপাট সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত ৯টার সময় স্থানীয়রা দেখতে পান একটি দোকানে আগুন জ্বলছে। পরবর্তীতে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন মুহূর্তের মধ্যে বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওষুধের দোকান, কাপড়ের দোকান, মোটর সাইকেল মেকানিকের দোকান, থাই গস্নাসের দোকান, লেদ মেশিনের ঘর ও ইলেকট্রিকের দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে এলেঙ্গা ও ঘাটাইল ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।