বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আব্দুলস্নাহ বলেছেন, 'অতিদ্রম্নত সারাদেশের প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে। সাংবাদিকদের অনুদানের পরিবর্তে সম্মানি শব্দটা সংযোজন করা হয়েছে। বিগত দিনে সাড়ে ১২ হাজার সাংবাদিককে অনুদান দেওয়া হয়েছে। যার পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা। আগামীতে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।'
গত বৃহস্পতিবার বিকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে 'সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে এ সভার আয়োজন করে। রংপুরের জেলা প্রশাসক ও কল্যাণ ট্রাস্ট রংপুরের সভাপতি রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরসিইউজে'র সভাপতি সালেকুজ্জামান সালেক। সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান হাবু, সাবেক সাধারণ সম্পাদক লিয়াত আলী বাদল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জিএম হিরু, আরসিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, রেজাউর করিম প্রমুখ।