দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ভিনদেশিসহ দু'জন নিহত
প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কক্সবাজার ও সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ভিনদেশীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের সঙ্গে থাকা পাসপোর্ট থেকে তার পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯)। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শ্যামনগর কালিগঞ্জ রোডের খানপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত শাহিনুর রহমান উপজেলার গাবুরা ইউপির গাইন বাড়ির বারেক গাজীর ছেলে। তিনি পেশায় ভাড়ার মোটরসাইকেল চালক। আহত রবিউল ইসলাম একই ইউপির খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।