বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আনোয়ারায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আনোয়ারায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহানসহ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতারা।

গত বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান, তথ্য ও গবেষণা সম্পাদক এস. এম. আবদুলস্নাহ হারুন চৌকন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরীকে জড়িয়ে চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন সাব্বির আহমেদ সাব্বির নামের এক ব্যক্তি। এছাড়াও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও তোলেন তিনি। বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে