জামালপুরের বকশীগঞ্জে পৌরসভার তিনটি রাস্তা মেরামত হওয়ায় কমে গেছে জনদুর্ভোগ। দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ রাস্তা তিনটি মেরামত হওয়ায় খুশি স্থানীয় এলাকাবাসী। এতে করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে বলে জানান স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এ জনদুর্ভোগের কথা চিন্তা করে পৌর এলাকার তিনানী পাড়া মোড় থেকে আব্দুল কুদ্দুসের বাড়ি পর্যন্ত ৯শ' মিটার, গোয়ালগাঁও ফকির আলীর মোড় থেকে পানাতিয়া পাড়া ঈদগাঁ মাঠ পর্যন্ত ৯শ' মিটার ও নয়াপাড়া মোড় থেকে মালিরচর হাজী পাড়া এতিমখানা পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার কাজ পান ঠিকাদার আব্দুর রশিদ। পৌর প্রশাসক আসমা উল হুসনা জানান, 'পৌর জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।'