নেত্রকোনার দুর্গাপুরে ও নেত্রকোনার কলমাকান্দায় যৌথবাহিনীর অভিযানে তিনজনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ২৬ বস্তা সার করেছে উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে যৌথবাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় তনয় সাহা (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার মধ্য রাতে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় সোমেশ্বরী লাক্সারিয়াস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ ছাড়াও হোটেলের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ও হোটেল ব্যবস্থাপনা আইনে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলকেও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত তনয় সাহা নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরকোনো ইউনিয়নের তপন সাহার ছেলে।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, কলমাকান্দা উপজেলা সদরের পাচুরা এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টের অভিযানে মাদক সেবন ও আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল মদ রাখার অপরাধে দুইজনকে ৩ দিনের কারাদন্ড ও দুইশত টাকা করে মোট ৪০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে পাঁচুরা এলাকায় এই দন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ফাইজুল ওয়াসীমা নাহাত। দন্ডপ্রাপ্তরা হলো- খালেকুজ্জান (২৫)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। একই এলাকার সাইদুল ইসলাম (২৮) ওয়াজেদ আলীর ছেলে।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা ও সার পাচারের দায়ে এক কৃষককে ৩ হাজার টাকা জরিমানাসহ ২৬ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার উপজেলার ডুগডুগিহাট বাজারের সার ডিলার শফিকের মাধ্যমে কৃষকদের মধ্যে বিক্রয় করার ব্যবস্থা করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজার ও ডুগডুগিহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার। একই দিন উপজেলার রানীগঞ্জ বাজারের সার ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার, ডুগডুগিহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমান বোরহান ও সুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান ও থানার এসআই কাজল রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।