বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দুই জেলায় শিশুসহ আরও ২ অপমৃতু্য

নকলায় বৃদ্ধ চাচাকে গলা কেটে হত্যা

স্বদেশ ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নকলায় বৃদ্ধ চাচাকে গলা কেটে হত্যা
নকলায় বৃদ্ধ চাচাকে গলা কেটে হত্যা

শেরপুরের নকলায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভাতিজার বিরুদ্ধে। অন্যদিকে, কিশোরগঞ্জের কটিয়াদীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃতু্য ও নড়াইলের নড়াগাতীতে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার দুই সন্তানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৬৫) রুনীগাঁওয়ের দছির উদ্দিন মেম্বারের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তার দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসান (২০)কে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে রাজন মিয়া জানান, 'আমাদের সঙ্গে জমি নিয়ে মুকুল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই ক্ষোভে আমার বাবা আইয়ুব আলীকে দুইদিন আগে হত্যার হুমকি দেন মুকুল মিয়া। আমার বাবা নকলা বাজারে দর্জির কাজ করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো সকাল ৯টায় দোকানে যান। কিন্তু গত রাতে বাড়ি ফিরতে দেরি হচ্ছে। মোবাইল ফোনটিও বন্ধ। তাই বাজারে খোঁজ নিয়ে জানতে পারি রাতে কাজ শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছেন। কিন্তু বাবা বাড়ি আসেননি। সবাই খুঁজতে বের হলে বাড়ির পাশে পুকুর পাড়ে দেখি বাবার জুতা ও বাজারের ব্যাগ এলোমেলো অবস্থায় পড়ে আছে। জুতা আনতে গিয়ে দেখি মাটিতে অনেক রক্ত। আরেকটু সামনে এগিয়ে দেখি একটি মরদেহের পায়ের অংশ পুকুরের পাড়ে, পা ও মাথার অংশ পানিতে ডুবে আছে। সবাই গিয়ে ধরাধরি করে তুলে দেখি আমার বাবার গলাকাটা মরদেহ। পরে থানায় জানালে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। মুকুল মিয়া ও তার দুই ছেলে মিলে আমার বাবাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের ফাঁসি চাই।'

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, মৃতের সুরতহাল প্রস্তুতের সময় দেখতে পাই গলায়, বুকে ও চোখের ওপরে কোনো ধারালো অস্ত্রের আঘাত আছে। পরিবারের প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই তিনজনকে আটক করেছি। যাচাই বাছাই চলছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে সবুজ মিয়া (৪৫) নাম এক কাঠুরিয়ার মৃতু্য হয়েছে। সবুজ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতু্য হয়েছে।

মৃতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আমার ভাই গাছ ও ডাল কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার তিনি সহস্রাম ধুলদিয়া কাচারির মোড়ে গাছের ডাল কাটার সময় ওপর থেকে পড়ে যান। ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।

কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রাম থেকে হামিদা খানম (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের নিহতের বাড়ির উত্তর পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পরিবার। ওই শিশু নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

জানা গেছে, দুপুরে হামিদার মা শুয়ে ছিলেন। এ সময় বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশে বের হয় হামিদা। পরে বিকাল থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধান ক্ষেতে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় রশি দিয়ে হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল।

নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রম্নতার জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে