নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড পেস্নসমেন্ট সেন্টার (সিপিসি) বৃহস্পতিবার নেটকম লার্নিংয়ের সহযোগিতায় 'এআই ফর ফিউচার লিডারস' শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রম্নত গতির বিশ্বে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিল্পখাতের অগ্রগতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উলেস্নখ করে বলেন, 'এ ধরনের সেমিনার থেকে বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পাবে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেটকম লার্নিংয়ের জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ; হেড অব পার্টনারশিপ আব্দুর রহমান মামুন; এবং সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম।
এনএসইউ'র সিপিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের জন্য 'এআই ফর ফিউচার লিডারস'-এর মতো এআই-কেন্দ্রিক সেমিনার নিয়ে আসার জন্য নেটকম লার্নিংয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি