বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বীজ বিতরণ

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কেজি বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইউএনও তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন আরমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষকরা।

ফুটবল টুর্নামেন্ট

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

উপজেলা জামতলী যুব সংঘ ও এই এলাকাবাসীর আয়োজনে আট টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার মন্মথপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন মিজানুর রহমান সিয়াম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সর্দার প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার গাইডেন্স সেশন ও গ্রীন এন্ট্রোপ্রেনরশিপের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ কর্মশালা হয়। কর্মশালাটি পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ তাকিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার ওবায়েদুলস্নাহ আল ইমন, আইসিটি ডিভিশনের, এস্পায়ার টু ইনোভেট এর ফিউচার স্কিল এবং এমপস্নয়মেন্ট কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান প্রমুখ।

মতবিনিময় সভা

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় যক্ষ্ণা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে দেশে যক্ষ্ণা রোগের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 'যক্ষ্ণামুক্ত রাষ্ট্র গড়তে, দুর্নীতিমুক্ত সমাজ চাই' স্স্নোগানে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজে এ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নুরুল আলম, বায়তুশ শরফ হাসপাতালের ডা. সাইফুল ইসলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ করিম। সভাপতিত্ব করেন নাটাব জেলা সভাপতি কামরুল হাসান।

বিদ্যালয় পরিদর্শন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। গত ৩১ অক্টোবর যোগদানের পর থেকে দৈনন্দিন কাজের ফাঁকে প্রতিদিন কোনো না কোনো স্কুল, কলেজ, মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে যাচ্ছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বৃহস্পতিবার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছাসহ অভিনন্দন জানান তিনি।

কৃষক প্রশিক্ষণ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মাইজপাড়ার পার্টনার ফিল্ড স্কুলে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কৃষি অফিসের মাধ্যমে ১৫ জন কৃষক ও ১০ জন কৃষাণীদের মধ্যে রোপা আমন ফসলের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আলোচনা সভায় বীজতলা তৈরি, ভালো বীজ নির্বাচন করা, বিভিন্ন রোগ বালাই, পোকা-মাকড় দমন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক ও হাদিকুল ইসলাম।

পুরস্কার বিতরণ

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মিল্টন বিশ্বাস। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়।

মতবিনিময় সভা

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

'চব্বিশ এর গণ-অভু্যত্থ্যানের অর্জন ধরে রাখা, জেলার সমস্যা ও সম্ভাবনা' বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। প্রেস ক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও এসএম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ, বকসী মিছবাহ উর রহমান প্রমুখ।

শিক্ষাবৃত্তি প্রদান

ম চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে 'উপজেলা প্রশাসন শিক্ষা বৃত্তি-২০২৪' প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে ১৯ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাখাওয়াত জামিল সৈকত। এসিল্যান্ড আল এমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর সুমন কুমার দাস প্রমুখ।

ডেঙ্গু আক্রান্ত

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে বুধবার সকালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্তরা হলেন- উপজেলার দিলালপুর খলাহাটি গ্রামের বজলু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৯), একই ইউনিয়নের বড়খাটুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারেক মিয়া (২৭) ও কৈলাগ ইউনিয়নের পিউরী গ্রামের আবেদ আলীর ছেলে মো. মিলন মিয়া (৩৩)। হাসপাতাল সূত্রে জানা যায়, গত একমাসে ডেঙ্গু রোগী ১০ থেকে ১৫ জন ভর্তি হওয়ার পর সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান।

আইনশৃঙ্খলা সভা

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনিক হল রুমে ইউএনও ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মনোরঞ্জন বর্মণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজিয়া আফরিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, থানার ওসি সোহেল রানা, উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ প্রমুখ।

ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা

ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

'শব্দ শিখুন ভাষা শিখুন' এ প্রতিবাদ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা। বৃহস্পতিবার কাহারোলে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতায় গুড নেইবারস্‌ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার আবরার হাসনাত, প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

অবহিতকরণ সভা

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সিব্বির আহমেদের সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য অফিসার শাহদৎ হোসেন, পরিসংখ্যান সহকারী আশিকুর রহমান, জুনিয়র পরিসংখ্যান সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

পাঠাগারের উদ্বোধন

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পৌরসভার চারাবটতলাস্থ স্মৃতি পরিষদ কার্যালয়ে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মান্নান। উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট টিএম সাইফুদ্দীন সুমন, অ্যাডভোকেট আব্দুল হক গাজী স্কেন্দার প্রমুখ।

অর্থনৈতিক শুমারি

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, পরিসংখ্যানের জোনাল অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা শুমারি সমন্বয়কারী আব্দুল বারী প্রমুখ।

কমিটির প্রশিক্ষণ

ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আধাইপুর ইউপি হলরুমে এতে সভাপতিত্ব করেন আধাইপুর ইউপি চেয়ারম্যান ও লিগ্যাল এইড কমিটির সভাপতি রেজাউল করিম পল্টন। বক্তব্য রাখেন লাইট হাউস অ্যাক্টিভিট প্রকল্পের নওগাঁ জেলা কর্মকর্তা সানজিদা নাসরিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বাদলগাছী উপজেলা সমন্বয়কারী শাহিনুর ইসলাম।

বেসিক ট্রেনিং

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে দুইস দিনব্যাপী বেসিক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেসিক ট্রেনিংটি শেষ হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের হল রুমে গত বুধবার থেকে বেসিক ট্রেনিংটি শুরু হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন লাভলিহুড টেকনিকেল স্পেশালিস্ট সৈয়দ সাগির আহমেদ, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নালসহ আরও অনেকে।

মা সমাবেশ

ম গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার মা অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান। সমাবেশে দুই শতাধিক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শামীম প্রামাণিক বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হক্কানী, বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম সারুয়ার আলম সরকার, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

মাসিক সভা

ম জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, জেলা সিভিল সার্জন ডা. রুহুল আমিন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সাদমান, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

সেমিনার প্রশিক্ষণ

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভাতার অর্থ পরিশোধ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুনের সঞ্চালনায় মূল প্রবন্ধক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন ইউএনও আলিমুজ্জামান মিলন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহতাছির বিলস্নাহ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের রজত কুমার গোস্‌সামিসহ অন্যান্য কর্মকর্তা।

মতবিনিমিয় সভা

ম নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া বৃহস্পতিবার নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোলস্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবুল কাশেম, মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, প্রেস ক্লাব উপদেষ্টা আবুল কাশেম গাফুরী প্রমুখ।

উপকরণ বিতরণ

ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নরনীয়া মুন্সির খিল পজির উদ্দিন আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবদিন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মডেল একাডেমির চেয়ারম্যান হামিদুর রহমান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান ভূঁইয়া, নির্বাহী পরিচালক মুহা. মহিউদ্দিন, মাওলানা আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডেল একাডেমির প্রধান শিক্ষক ফয়েজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে