গাজীপুর মহানগরির হাড়িনাল আল জামিয়া দারুল উলম মাদ্রাসার বাজারের ইজারাদার মো. জসিম উদ্দিন খান মায়াকে চাঁদার দাবিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ বিষয়ে আহত জসিমের বাবা আকছার উদ্দিন খান বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফজলুর রহমান (৬৫), ইমরান হোসেন (৩২), তরিকুল ইসলাম বাবু (২৭), আরিফুল ইসলাম (২৫) গংরা ইজারাদার জসিম উদ্দিন খান মায়ার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে বৃহস্পতিবার বাজারে ইজারা তোলার সময় উলেস্নখিত সন্ত্রাসীরা মায়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন মায়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।