বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হুমায়ূন আহমেদের নামে 'ক্যানসার হাসপাতাল' প্রতিষ্ঠার দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
হুমায়ূন আহমেদের নামে 'ক্যানসার হাসপাতাল' প্রতিষ্ঠার দাবি

ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন উপলক্ষে তার নামে 'ক্যানসার হাসপাতাল' প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানববন্ধন ও আলোচনা সভা করেছেন ভক্তরা। গত বুধবার বিকালে স্মৃতি পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলায় লেখকের ভক্তরা পৌর শহরের কালীখলা এলাকায় হুমায়ূন আহমেদের নামে 'ক্যানসার হাসাপাতাল' প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেন।

আলোচনা সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুশ রায় গণেশ বলেন, ' হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করা। কিন্তু সে স্বপ্ন পূরণের আগেই তিনি ক্যানসারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি উপজেলায় লেখকের নামে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করার।'

সংগঠনের সদস্য ওবায়দুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক রইছ উদ্দিন, গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, পাঠক সংগঠন শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু, আব্দুর রউফ দুদু, আব্দুল কাদির, সানজিদা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে