বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
অস্ত্র হাতে টিকটক

ভিডিও ভাইরাল, ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ভিডিও ভাইরাল, ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল হওয়া ৫ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মামলার পর গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল হওয়া ৫ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ।

চাঁদপুর শহরে কিছু সংখ্যক কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেইসবুকে ভাইরাল করে। ভিডিওটি চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার কাছে আসলে চাঁদপুর শহরকে কিশোর গ্যাংমুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। ভিডিও কনটেন্টটি দেখে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে অস্ত্র হাতে ভাইরাল হওয়া গ্রেপ্তার রুবায়েত আরেফিন রোহান ও জাহিদ হোসেন রায়হানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি বাহার মিয়া জানান, যে যুবকদের আটক করা হয়েছে তাদের মধ্য থেকে ৩ কিশোরের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে তাদের নামে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে