বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

সালিশে চুল কেটে দেওয়ায় যুবকের আত্মহত্যার চেষ্টা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সালিশে চুল কেটে দেওয়ায় যুবকের আত্মহত্যার চেষ্টা

ফরিদপুরের চরভদ্রাসনে সালিশ বৈঠকে এনামুল খান (২২) নামে এক যুবককে চুল কেটে দেওয়ায় তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এনামুল সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

তার বোন সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এ্যানী আক্তার (২১) জানান, এনামুল গত ১০ নভেম্বর মোটর সাইকেল যোগে বাড়ি আসার পথে একটি বাছুরের সঙ্গে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বাছুরের মালিক ওই গ্রামের বাসিন্দা টুকু প্রামাণিকের সঙ্গে সালিশ বৈঠক করে দেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান। সালিশে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এতে সন্তষ্ট হতে পারেননি ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার মৃধা। তিনি পাশের দর্জি দোকান থেকে কাঁচি এনে এনামুলের মাথার চুল কেটে দেন এবং অন্যরা তাকে নানাভাবে অপদস্ত করেন। সালিশ শেষে বাড়ি ফিরে আর কথা বলেননি এনামুল। পরদিন দুপুর বারোটার দিকে হঠাৎ তার ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। জানালা দিয়ে এ দৃশ্য দেখে এ্যানি লোকজন ডেকে তাকে উদ্ধার করেন। এরপর প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এনামুল। এ্যানি আরও বলেন, সালিশে করা খারাপ আচরণের কারণে লজ্জা ও অভিমানে তার ভাই আত্মহত্যার পথ বেছে নেন।

চুল কাটার ঘটনার সত্যতা স্বীকার করে আজাদ খান বলেন, ঘটনা সামান্য, সালিশে একটু শাসন করা হয়েছিল। সে কারণে এনামুল আত্মহত্যার চেষ্টা করেন।

চরভদ্রাসন থানার ওসি আব্দুল গাফফার বলেন, সালিশে ঘটে যাওয়া ঘটনায় একটি মামলা হয়েছে। গরুর মালিক টুকু ও ইউপি সদ্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে