পাঁচ জেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা, চাঁদপুর, চট্টগ্রামের চন্দনাইশ, ময়মনসিংহের গফরগাঁও ও ফরিদপুরের সদরপুরে এসব অভিযান পরিচালনা করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকারের নেতৃত্বে যৌথ বাহিনী গত বুধবার জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার-কীটনাশক, বীজ, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এ সময় বেশি দামে পণ্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ২ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হাজীগঞ্জ বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩৯০ কেজি পলিথিন জব্দ এবং ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। অভিযান চালিয়ে মকিমাবাদ মেয়র পার্ক এলাকায় মাহি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ, বালুর মাঠ এলাকার মাইনুদ্দিনের নুরজাহান প্যাকেজিং থেকে ৫০ কেজি পলিথিন জব্দ এবং তাকে ১ হাজার টাকা জরিমানা এবং হকার্স মার্কেটের সফিকুর রহমানের বৃষ্টি প্যাকেজিং হাউজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ এবং ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে উপস্থিত ছিলেন।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বার আউলিয়া নামের এক বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার উত্তর হাশিমপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপেস্নামেসি চাকমা।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে তুসার (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারি চাকরিজীবী না হয়েও নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়ার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। বৃহস্পতিবার উপজেলার শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করে গফরগাঁও থানা পুলিশ। আটক ভুয়া ম্যাজিস্ট্রেট তুসার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে সার মজুত ও গোপনে বিক্রির দায়ে বিএডিসির ও স্থানীয় কৃষি অধিদপ্তরের সার বিক্রয়কারী লাইসেন্সধারী এক সার ডিলারকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সার ডিলার সদরপুর উপজেলার শৌলডুবী বাজারের বিএডিসি ও স্থানীয় কৃষি অধিদপ্তরের সার বিক্রয়ের অনুমোদিত ডিলার। তার নাম আবুল কাসেম (৬৫)। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত জৈনদ্দিন মুন্সীর ছেলে। সম্প্রতি বিভিন্ন প্রণোদনার সার অবৈধভাবে কিনে এবং সরকারিভাবে তোলা সার মজুত করে রাখেন। অভিযানে গুদাম ঘর থেকে ৪শ' বস্তা ডিএপি সার জব্দ করা হয়। একই সময় গুদাম থেকে ডিলার আবুল কাসেমকেও আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।