বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শোক আর শ্রদ্ধায় জঙ্গী হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারককে স্মরণ

ঝালকাঠি প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
শোক আর শ্রদ্ধায় জঙ্গী হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারককে স্মরণ

শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির আত্মঘাতি বোমা হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারক জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহম্মেদকে।

২০০৫ সালের ১৪ নভেম্বর আদালতে যাওয়ার পথে গাড়ির ভেতর বোমা মেরে হত্যা করা হয় ঝালকাঠি জজশিপের এই দুই বিচারককে। শোকের এ দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালত চত্বর থেকে একটি শোকর্ যালি বের করা হয়।র্ যালিটি পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ এমএ হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে জেলা জজ আদালতে বিচারক সোহেল-জগন্নাথ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণসভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে