নাটোরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠন -যাযাদি
অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিসহ বিভিন্ন দাবিতে চার জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে দ্রম্নত গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠন। বৃহস্পতিবার রাজাপুর বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তারা আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।
প্রসঙ্গত, বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে টিসিবির কার্ড বণ্টনকে কেন্দ্র করে শামসুল আলম রনি গ্রম্নপ ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফা গ্রম্নপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে এনটিআরসিএ'র জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলাম সোহাগের জামিন নামঞ্জুর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগীরা। মানববন্ধনে ভুক্তভোগী আরিফুল ইসলাম, সদর আলী, সালেমসহ অন্যরা বক্তব্য রাখেন।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে মাদকব্যবসায়ী ও সুদখোরদের উচ্ছেদ এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার রাতে গোলাহাটের ২নং উর্দুভাষী ক্যাম্পবাসীরা সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র-৩ সাবিহা সুলতানা, নারী নেত্রী রুপা বেগম, রাজিয়া বেগম, হামিদা বেগম, জীবন, ইকবাল, সাদ্দাম প্রমুখ।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন শেখ সাদেকুজ্জামান, ইলিয়াস হোসেন, বিশ্বনাথ ভট্টাচার্য, সাংবাদিক এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, স্মিতা মন্ডল, মানিক ভদ্র, দেলোয়ার হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল প্রমুখ।