বামনায় ডাকাতির ঘটনায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা তিন জেলায় উপ-সহকারী প্রকৌশলীসহ ৩ লাশ উদ্ধার

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বরগুনার বামনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় শ্বাসরোধ করে বৃদ্ধাকে হত্যা করে ডাকাত দল। এদিকে, কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পরিকল্পিত হত্যার অভিযোগ, জয়পুরহাটে ব্যাটারীচালিত রিকশা চালকের গলাকাটা, দিনাজপুরের ঘোড়াঘাটে যুবক ও নওগাঁর রাণীনগরে উপ-সহকারী প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত বামনা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুটে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম ফাতিমা বেগম (৬৮)। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী। গত বুধবার রাত আনুমানিক ১২টায় ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এ হত্যাকান্ডের ঘটনায় বামনা থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি হারুণ অর রশিদ হাওলাদার। খোরশেদ জমাদ্দার জানান, ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তার স্ত্রী দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এ সময় তার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা শতবর্ষী খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরে ডাকাত দল ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহীন (৩৫) নামে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ঝুমুর ওরফে ঝর্ণা আক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার পশ্চিমপাড়া মহলস্নার সৌদিয়া ভবনের পাঁচতলা ভাড়া বাসায়। নিহত শাহীন উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের পলস্নী চিকিৎসক তৈয়ব উদ্দিনের একমাত্র ছেলে। জানা যায়, শাহীন এক বছর আগে কটিয়াদী পশ্চিমপাড়া মহলস্নার আবুল হোসেনের মেয়ে দুই সন্তানের জননী ঝর্ণা আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই পশ্চিমপাড়া মহলস্নায় স্ত্রীর বাবার বাড়ির পাশে ভাড়াবাসায় স্বামী শাহীনকে নিয়ে বসবাস করেন ঝর্ণা। বুধবার সন্ধ্যায় সন্তানদের দেখার জন্য প্রথম স্ত্রীর বাসায় যান শাহীন। এ নিয়ে ঝর্ণা স্বামী শহীনের সঙ্গে ঝগড়া করেন। রাতে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে গভীর রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার স্বামী আত্মহত্যা করেছে বলে দাবি করলেও প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া ও শাহীনের বাবা-মা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লাশ হাসপাতাল থেকে নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রী ঝর্ণাকে আটক করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক ব্যাটারিচালিত রিকশা চালককে হত্যার পর তার রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দিলীপ চন্দ্র সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছেলে। জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন জানান, বুধবার বিকালে রিকশা নিয়ে বের হন দিলীপ। রাতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেন। পরে বৃহস্পতিবার সকালে খনজনপুর-গতনশহর সড়কের পাশে আখক্ষেতে মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উলস্নাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। জানা গেছে, উপজেলার কুলানন্দপুর গ্রামের সুজন চৌধুরী ও তার স্ত্রী দুলালী রানীর মধ্যে প্রায় মোবাইল ফোনে কথা বলা নিয়ে ঝগড়া হতো। বুধবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর বাবা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনার পাশে বাঁশ ঝাঁড়ের নিচে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে ছেলের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে ওমর বক্স (৫৬) নামে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওমর বক্স উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের মৃত জাছের আলীর ছেলে। স্ত্রী হামিমা জেসমিন জানান, বুধবার দুপুরে খাবার খেয়ে নওগাঁ বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে জানতে পারেন বাসার রুমের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বেশ কিছু দিন হলো হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পরেছিলেন ওমর। হয়তো এমন মানসিক অসুস্থতার কারণেই আত্মহত্যা করেছেন বলে পরিবার সন্দেহ করছে। রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, কিভাবে তার মৃতু্য হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে।