বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

'পাহাড়ি-বাঙালিদের আস্থা-বিশ্বাস তৈরির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব'

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
'পাহাড়ি-বাঙালিদের আস্থা-বিশ্বাস তৈরির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব'
খাগড়াছড়ির মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া -যাযাদি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, 'পাহাড়ি-বাঙালির মধ্যে পারস্পরিক আস্থা-বিশ্বাস ও সম্প্রীতির মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এখানে পাহাড়ি বাঙালি সবাই থাকবে। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।'

গত বুধবার বিকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত বিএনপির বিশাল সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় বিকালে মানিকছড়ি টাউনহল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাব বীথি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেশ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে