শখের মোটরসাইকেল দুর্ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বন্ধু ও চাঁদপুরের ফরিদগঞ্জে আরেক কিশোরের মৃতু্য হয়েছে। অন্যদিকে পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন ও পাবনার ভাঙ্গুড়ায় স্কুল থেকে ফেরার পথে তেলবাহী লরির ধাক্কায় শিশুর মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সাগরদীঘি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার সাগরদীঘি ইউনিয়নের জোরদীঘি ফজরগঞ্জ এলাকার প্রবাসী আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।
প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যায় জোরদীঘি বাজার এলাকা থেকে সাগরদীঘি বাজারে ঘুরতে বের হলে বাঁশবাহী একটি মহিষের গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃতু্য হয়। ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, বিয়ের ১০ বছর পর জন্ম নেওয়া সন্তান সাইমুন ছিল বাবার আদরের দুলাল। যখন যা চাইত প্রবাসী বাবা দুই হাত খুলে ছেলের আবদার মেটাতেন। কিন্তু সর্বশেষ আবদার মেটাতে কিনে দেওয়া মোটরসাইকেলই প্রাণ কেড়ে নিল একমাত্র আদরের সেই ছেলের প্রাণ। নির্মম এ ঘটনাটি ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি গ্রামের।
জানা গেছে, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের বড় বাড়ির কাতার প্রবাসী হান্নান গাজী ও শিপনী বেগম দম্পতির ঘরে বিয়ের দশ বছর পর সাইমুনের জন্ম হয়। দীর্ঘদিন পর ঘর আলো করে আসা ছেলের সব আবদার মেটাতেন বাবা ও মা। স্থানীয় আদর্শ একাডেমির দশম শ্রেণির সাইমুন (১৫) সর্বশেষ আবদার ছিল একটি মোটরসাইকেল। ছেলের আবদার মেটাতে বাবা গত কয়েক মাস পূর্বে একটি মোটরসাইকেল কিনে দেন। কিন্তু শখের মোটরসাইকেলই সাইমুনের জীবনের জন্য কাল হয়ে দাঁড়াল। গত ৬ নভেম্বর সাইমুন মোটরসাইকেল চালাতে গিয়ে পৌর এলাকার ওনুআ চত্বরে দুর্ঘটনায় পতিত হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকায় ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার মৃতু্য হয়।
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামে এক নারী নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রানিপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা হলেন- ইমরান হাওলাদার (২৪), জহুরা বেগম (৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০), উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা। তারা বাগেরহাটের বাধাল বাজার এলাকায় স্বজনের বাড়িতে গিয়েছিলেন। রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। বৃহস্পতিবার চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু হলো উপজেলার মলিস্নকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন (৬)। আর গুরুতর আহত হয়েছে একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন (৬)। তারা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।