বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নোয়াখালীতে বেলুন উড়িয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ -যাযাদি

নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সদর উপজেলার করটিয়ায় বর্ণাঢ্যর্ যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে করটিয়া জমিদার বাড়ির সামনে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আলোচনা সভায় আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডা. আব্দুস সালাম, ডা. হারুণ অর-রশীদ, ডা. রাশেদুল হাসান রাশেদ, হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, 'ডায়াবেটিস : সুস্বাস্থ্য-ই হোক আমাদের অঙ্গীকার' এ স্স্নোগানে নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সকালে সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রণী-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে হাসপাতালের সামনে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুলস্নাহ আল ফারুক।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জামালপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে সভায় জামালপুর সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ফজলুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্‌ মো. ওয়ারেস আলী মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, ডা. তরিকুল ইসলাম রনি, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক এমএ জলিল, মুকুল রানা, ফজলে এলাহী মাকাম প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে জালাল উদ্দীনের সভাপতিত্বে ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাজেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ডা. জাফরিন জাহেদ জিতি, ফুলছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ বেগম শেলী, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ফারিয়া সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক লিটন মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে