৫ জুয়াড়িসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ১৪

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জুয়াড়ি ও হত্যা মামলা আসামিসহ পাঁচ জেলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুর, নাটোর, চট্টগ্রামের বাঁশখালী, জামালপুরের বকশীগঞ্জ ও কুমিলস্নার চৌদ্দগ্রাম থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে টিএনজেড গ্রম্নপের শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচালককে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা। বুধবার বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে জিএমপি'র বাসন থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল হালিম (৪৮) চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড গ্রম্নপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রম্নপের ৫টিসহ আশেপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। পরবর্তীতে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রম্নপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে। জিএমপি'র বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, টিএনজেড গ্রম্নপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুটি মামলা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। নাটোর প্রতিনিধি জানান, নাটোরে মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণ ও টাকা লুটের ৪৮ ঘণ্টার মধ্যে তা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- শহরের আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (৩৬), তেবাড়িয়া এলাকার হারুন আলীর ছেলে সবুজ আলী (২৭), সিংড়ার বিলদহর এলাকার আতারুলের ছেলে এনামুল হক (২৮) এবং নওগাঁর আত্রাই থানার দাঁড়িয়াগাথি এলাকার নিরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)। পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, মঙ্গলবার ভোর রাতে শহরের মীরপাড়া এলাকায় উত্তম সাহার বাড়িতে অজ্ঞাত ৫-৬ জন ব্যক্তি মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও ১১ হাজার টাকা লুণ্ঠন করে। একই সময় শহরের পালপাড়া এলাকার স্বপন কুমার কুরাডুর বাড়িতে একই কায়দায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকা, একটি মোবাইল ফোন লুণ্ঠন করে। এ ঘটনার পর বুধবার বাড়ির মালিক উত্তম সাহার ও স্বপন কুমার কুন্ডু থানায় অজ্ঞাতদের নামে লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় মাদক ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার পুঁইছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডস্থ পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ (২৮), মোহাম্মদ আইয়ুব (২৪), মো. হাসান (৩২)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা ও একশ' লিটার দেশীয় চোলাইমদ এবং চোলাইমদ বহনের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার পশ্চিমপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মাসুম মিয়া (২৮), মোবারক আলীর ছেলে মোস্তফা, মেষেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে খলিল মিয়া (৫৩), মুসলিম উদ্দিনের ছেলে ফুটা মিয়া (৪২), চন্দেরবন তিনানী পাড়া গ্রামের সোনাজল হকের ছেলে সেলিম মিয়া (৪৫)। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, সাবেক রেলমন্ত্রী ও কুমিলস্না-১১ চৌদ্দগ্রাম আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ভাতিজা আলোচিত-সমালোচিত ঠিকাদার তোফায়েল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যটি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুলস্নাহ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ তাকে নিজ এলাকা শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রাম থেকে গ্রেপ্তার করে। তোফায়েল বুসয়ারা গ্রামের মৃত আম্বর আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। ওসি আবদুলস্নাহ জানান, তোফায়েলের বিরুদ্ধে চৌদ্দগ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা রয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত ১৫নং আসামি। এছাড়াও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা অভিযোগে আরও একটি মামলা রয়েছে।