মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রতিষ্ঠা বার্ষিকী

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুজনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট কার্যালয়ে সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শাহআলম প্রামাণিক, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান তরফদার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হালিমুর রিপন, কার্যকরী সদস্য রমা রাণী ভৌমিক প্রমুখ।

মহাসম্মেলন

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তবলীগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখদের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আড়াইহাজার বাজার জামে মসজিদের পশ্চিম পাশের মাঠে সভায় সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখদের নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুল আউয়াল। এ সময় বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন ও দেশবরেণ্য আলেমদের মধ্যে আলস্নামা মাহফুজুল হক, আলস্নামা জুনায়েদ আল হাবিব, আলস্নামা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া প্রমুখ।

আলোচনা সভা

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে সুশাসনের জন্য নাগরিক সুজনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সুজনের উপজেলা শাখার সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি বিএনপি নেতা মো. আ. সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সদস্য নাসির উদ্দিন, সুজনের সদস্য সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

পোনা বিতরণ

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কলেস্নাল কিশোর সরকার, প্রেস ক্লাবের সভাপতি মামুনু রশিদ পাঠান প্রমুখ।

বর্ণাঢ্যর্ যালি

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টায় হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেনে'র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম চৌধুরী প্রমুখ।

বীজ বিতরণ

ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান, শবজি, বীজ ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা কৃষি বিভাগ। বুধবার সকালে উপজেলা কৃষি মিলনায়তনে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার এসএম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মলিস্নকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলাম, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ উপজেলার বাবরা হাচলা এলাকা থেকে আগত প্রান্তিক চাষিরা।

অবহিতকরণ সভা

ম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মধ্যবর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সরদার। এ সময় বক্তব্য রাখেন হাসপাতালের ডা. খালিদ হাসান নয়ন, ডা. সবুজ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক মুজিবর রহমান, মো. বেলাল হোসেন, উত্তরণের টুম্পা খাতুন ও হাসপাতালের এমটিইউপিআই শেখ সাদিউর রহমান রিপন প্রমুখ।

ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা

ম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে 'শব্দ শিখুন ভাষা শিখুন' এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠা?নে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ, বীরগঞ্জ পাইলট সরকা?রি উচ্চ বিদ?্যাল?য়ের প্রধান শিক্ষক শিহাব জিল কামরান প্রমুখ।

বৈঠক অনুষ্ঠিত

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পালশা ইউনিয়নের গোপালপুর চার্চ অব দ্য ন্যাজারিন ইন্টারন্যাশনাল মিশন হলরুমে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গোপালপুর বিডি-২০২ এর আয়োজনে গোল বৈঠকে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান রেভা প্রদীপ বেসরার সভাপতিত্বে ও সমাজকর্মী অনন্ত কর্মকারের সঞ্চালনায় শিশু রক্ষা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মি. বিজয় হাসদাক। আরও বক্তব্য রাখেন, গোপালপুর শহীদ রশিদ চৌধুরী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নু সরকার, ভেলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান, বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আকতার শিল্পী, ইউপি সদস্য মো. মুনছুর আলী, সাবেক ইউপি সদস্য মোছা. মর্জিনা বেগম, ধর্মীয় নেতা মি. সনাতন মার্ডী, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমুখ।

শুভেচ্ছা স্মারক

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। কার্যালয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি ও কলকাকলি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান, সহ-সভাপতি মো. জাফর আলী শেখ সদস্য সচিব উজ্জ্বল সান্যাল, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চৌধুরী প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে সুশীলনের আয়োজনে শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে জনগণের জ্ঞান, মনোভাব, বিশ্বাস এবং অনুশীলন বিষয়ক গবেষণার তথ্য উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন ও সঞ্চালনায় করেন উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক। সুশীলন প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর মিয়া এ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান প্রমুখ।

নেটওয়ার্কিং সভা

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কৌশলগত সহযোগিতা বিষয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম এর নাগেশ্বরী উপজেলায় অদ্য বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব হাসপাতাল) এর যৌথ আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এবং প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিকৃষ্ণ রায়ের সঞ্চালনায় নেটওয়ার্কিং সভার কীনোট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায় প্রমুখ।

কর্মী সভা

ম মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ রফিক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, বিএনপি নেতা আব্দুল হেলিম ভুলু।

খাদ্য সহায়তা

ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৪০৬৫ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস স্যামুয়েল সোম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়ার প্রোগ্রাম অফিসার মারসিয়া হালদার, গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

চিকিৎসাসেবা

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়দের মধ্যে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার সকালে গুইমারা উপজেলার বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার, থানার (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সভা অনুষ্ঠিত

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সভাপতি অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান মোহন, উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, সাংবাদিক এন ইসলাম সাগর, বিশ্বনাথ ভট্টাচার্য, শ্যামাপদ মন্ডল।

সভা অনুষ্ঠিত

ম সাঘাটা (গাইবান্ধা ) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাঘাটা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা (সাঘাটা- ফুলছড়ি) আসনের মনোনয়ন প্রত্যাশী ও গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি আলহাজ ফারুক আলম সরকার, সাঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেডমাস্টার আব্দুল?্যাহ আকন্দ।

মাঠ দিবস

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভেলুয়াতলী গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা পস্নটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস উপলক্ষে গুঞ্জন রেমা এর সঞ্চালনায় আবদুল মোতালেবের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পধান অতিথি ছিলেন বারসিক এর আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী জনাব শংকর ম্রং। বক্তব্য রাখেন গুঞ্জন রেমা উপজেলা সমন্বয়কারী, আব্দুর রব সহকারী গবেষক, প্রায়োগিক কৃষি গবেষণা বিভাগ, বারসিক, আবদুল মোতালেব, অংগনা মানখিন প্রমুখ।

আলোচনা সভা

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া উপজেলা ও পৌর শাখার বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন মুরাদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ারুল আলম, জাসাস পাবনা জেলা আহ্বায়ক খালেদ হোসেন মুরাদ প্রমুখ।

ইউএনও'র মতবিনিময়

ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে