মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
জামায়াতের নায়েবে আমির

নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

কুমিলস্না চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুলস্নাহ মো. তাহের বলেছেন, 'এই সরকারকে আমরা-আপনারা বসিয়েছি।'

গত মঙ্গলবার রাতে কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাই। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই। অতিদ্রম্নত এসব সংস্কার করে প্রয়োজনীয় সময়ের মধ্যে নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।'

মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন ঢাকার মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। প্রধান আলোচক ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশরাফী। কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমাদ মজুমদারের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমির মাহফুজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে