ভান্ডারিয়ায় মিথ্যা মামলায় বিজিবি সদস্যকে হয়রানি
প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় একাধিক মিথ্যা মামলা দিয়ে বিজিবি সদস্যকে হয়রানি করার অভিযোগ করেন খাইরুল ইসলাম। তিনি পূর্ব পশারিবুনিয়া গ্রামেরে আব্দুল মান্নানের ছেলে।
ঘটনার সত্যতা জানতে সরেজমিন গেলে বিজিবি সদস্য খাইরুল সাংবাদিকদের জানান, আধা শতক জমি নিয়ে দীর্ঘদিন আমার প্রতিবেশী জাকিরের সঙ্গে সালিশ-বৈঠকের পরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জাকির হোসেন সালিশ-বৈঠকের সিদ্ধান্ত মেনে নিলেও তার স্ত্রী মামলাবাজ শাজানাজ পারভিন মীমাংসিত বিষয়টিকে এড়িয়ে গিয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে। সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, আমরা একাধিকবার সালিশ-মীমাংসা করে দিলেও জাকিরের বউ শাহনাজ পারভীন সালিশ-মীমাংসার সিদ্ধান্ত না মেনে তাদের হয়রানি মামলা করে।
মহিলা ইউপি সদস্য সালমা বেগম জানান, তাদের মধ্যে মারামারি বা চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। হয়রানি করার উদ্দেশে মিথ্যা মামলা দিয়েছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই রেজাউল করিম বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছি, নিরপেক্ষ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করব।