সারিয়াকান্দিতে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৃত-জাবেদুর রহমানের ছেলে মো. মাকিদুর রহমান থানায় অভিযোগ করেন। প্রাণের ভয়ে ৯৯৯ নম্বরে কল দেয়। অভিযুক্তরা সবাই একই এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পৌর শহরের বাড়ইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, 'পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়ইপাড়া গ্রামের মৃত জাবেদুর রহমানের ছেলেদের অনেক জমিজমা রয়েছে। যা বিগত ৮২ বছর ধরে বংশপরস্পর তাদের দখলে আছে। যার কবলা দলিল এসএ খতিয়ান, আরএস খতিয়ান ও খারিজ সম্পূর্ণ তাদের নামে রয়েছে। ঘটনার দিন সকালে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জবর দখল করতে আসেন মতিউর রহমানের ছেলে রুবেল মিয়া (৩২), মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আশরাফ আলী।' সারিয়াকান্দি ওসি জামিরুল ইসলাম বলেন, 'জমি নিয়ে ঝামেলার বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'