মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
হালদায় মাছ ধরার জাল জব্দ

বানিয়াচংয়ে অবাধে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

স্বদেশ ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বানিয়াচংয়ে অবাধে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

বানিয়াচং উপজেলার বিভিন্ন হাটেবাজারে অবাধে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, অপরদিকে হাটহাজারীর হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত থেকে এ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, বানিয়াচং উপজেলার বিভিন্ন হাটেবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ফলে জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পলিথিন ব্যাগের ব্যবহার, উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে চলছে এর ব্যবহার। পলিথিনের সহজলভ্যতা ও ব্যবহারে সুবিধা থাকায় ক্রেতা ও বিক্রেতারা নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে। গ্রামগঞ্জ ও শহরসহ এমন কোনো এলাকা নেই যেখানে পলিথিন ব্যাগের ব্যবহার নেই।

উপজেলা সদরের বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজার, আদর্শ বাজার, বাবুর বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানগুলোতে আগের মতোই চলছে পলিথিনের ব্যবহার। ক্রেতারা মাছ, মাংস, সবজি, চাল, ডাল, কিংবা অন্য যেকোনো পণ্য কিনলেই পলিথিন ব্যাগে ভরে হাতে ধরিয়ে দিচ্ছেন বিক্রেতারা। এদিকে, বাজারে পলিথিন বিক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, নিষিদ্ধ হওয়ার পর আমরা পলিথিন বিক্রি বন্ধ করে দিয়েছি। অথচ তাদের পরিচিত দোকানদারদের কাছে ঠিকই বিক্রি করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার দন্ডণীয় অপরাধ। এটা রোধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে পাঁতানো দশটি ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত থেকে ভোর তিনটা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত থেকে এ জাল জব্দ করা হয়। অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম। এ ছাড়া অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে