বেরোবিতে ক্লাস নিচ্ছেন উপাচার্য

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক সংকট থাকায় ক্লাস নিতে শুরু করেছেন উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গণিত ভিাগের নবীন ব্যাচের ক্লাস নিতে দেখা যায়। সরেজমিন গিয়ে দেখা যায়, 'সকালে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ক্লাস নিচ্ছেন তিনি। শিক্ষার্থীদের ক্লাস শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ শুরু করেন।' গণিত বিভাগে নবীন শিক্ষার্থীরা জানান, 'গত ৪ নভেম্বর থেকে উপাচার্য তাদের ক্লাস নিচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৯টায় ক্লাস নেন।' বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট প্রকট। অন্যদিকে আবু সাঈদ হত্যাকান্ডের জড়িত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সেখানে গণিত বিভাগের মশিউর রহমান একজন। শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সে জায়গায় থেকে ক্লাস নিচ্ছি।' তিনি আরও বলেন, 'ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের ক্লাস নেওয়ার ঘোষণা এসেছে। সেখানে আমরা কেন পারব না। তাদের তুলনায় তো আমাদের শিক্ষক সংকট প্রকট। আমরা প্রয়োজনে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকেও ক্লাস নেওয়ার ব্যবস্থা করব।'