মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
আ'লীগ নেতাদের ক্ষমতার দাপট

স্কুল স্থাপনে বাধা, ১৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
স্কুল স্থাপনে বাধা, ১৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হওয়া চর শাখাহাতি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনঃস্থাপনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে গেল ৪ মাস ধরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত রয়েছে।

ওই দুই আওয়ামী লীগ নেতা হচ্ছেন চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

স্থানীয়রা জানান, চলতি বছরের জুন মাসে চর শাখাহাতী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়ে। এ সময় তড়িঘড়ি করে স্কুলের ৩টি টিন সেড ঘর পার্শ্ববর্তী শাখাহাতীর আরডিআরএস গ্রামে সরিয়ে নেয়া হয়। পরে স্থানীয়দের উদ্যোগে আরডিআরএস গ্রামে স্কুল স্থাপনের জন্য জায়গা নির্বাচন করে স্থানটিতে ২ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করা হয়। মাটি ভরাটের পর স্কুল নির্মাণ করতে গেলে আওয়ামী লীগ নেতা গওছল হক মন্ডল ও মশিউর রহমানের নেতৃত্বে তাদের পক্ষের লোকজন ওই স্থানে স্কুল নির্মাণে বাধা দেন।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই আওয়ামী লীগ নেতা চাইছেন তাদের মনোনীত এলাকায় স্কুলটি স্থাপন করতে। এতে স্থানীয় এলাকাবাসী ও দুই আ'লীগ নেতার পক্ষের লোকজনের বিবাদে গেল ৪ মাস ধরে স্কুলটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয়রা আওয়ামী লীগ নেতা মশিউর রহমানকে নাটেরগুরু বললেও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। মশিউর রহমান বলেন, আমি উলিপুরে চাকরি করি স্কুলের বিষয়ে কিছু জানি না।

স্থানীয় বাসিন্দা সুজা মিয়া বলেন, টিও এটিও স্যাররা এসে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছেন। সে মোতাবেক আমরা মাটি ভরাট করেছি। কিন্তু আওয়ামী লীগ নেতা গওছল হক মন্ডল ও মশিউর রহমান স্কুল অন্যখানে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় অভিযোগ করেন, মূলত স্কুলটি ভোটকেন্দ্র হওয়ায় টানা হেঁচরা চলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুর রহমান বলেন, এলাকার মানুষ দুই স্থানে স্কুল চাওয়ায় আমরা খুব সমস্যায় পড়েছি। এভাবে স্কুল চললে ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্ন ঘটতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে