মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মণিরামপুরে অজানা রোগে হাসপাতালে অর্ধশত শিক্ষার্থী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
মণিরামপুরে অজানা রোগে হাসপাতালে অর্ধশত শিক্ষার্থী

যশোরের মণিরামপুরে শ্রেণিকক্ষে অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

গত মঙ্গলবার সকালে মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, 'চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল প্রিয়া বিদ্যালয়ে সমাবেশের পর শ্রেণিকক্ষে ক্লাস করছিল, কিছু বুঝে উঠার আগেই শরীরের বিভিন্ন জায়গায় চুলকাতে শুরু করে। একপর্যায়ে চুলকানোর জায়গায় লাল দাগ দেখা যায়। তার কাছে এসে আক্রান্ত হন জিম নামের আরেক শিক্ষার্থী। একে একে করে বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে।'

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) তন্ময় বিশ্বাস জানান, প্রথমিকভাবে গণমনোস্তাত্ত্বিক রোগে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম বলেন, এ ঘটনায় হাসপাতালের আরএমও হুমায়ুন কবিরকে প্রধান করে তথ্য অনুসন্ধানের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে