কাহারোলে কবি গানের আসর

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে সারারাত কবির গান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার রাম চন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বশন বুড়ি কালী মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠান উত্থান একাদশী পালন উপলক্ষে সারারাত মন্দির প্রাঙ্গণে কবির গান অনুষ্ঠিত হয়। গান শোনার জন্য সন্ধ্যা থেকে দলে দলে লোকের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। যত রাত গভীর হয় কবির গানের আসর ততই জমে ওঠে। রাত জেগে মুগ্ধ হয়ে গান উপভোগ করেন শ্রোতারা। কবির গান পরিবেশন করেন উত্তর বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল বাংলাদেশ চারণ কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস বয়াতি ও তার দল বিরল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার কবিয়াল শ্রীমতি হরি প্রিয়া রানি ও তার দল। কবি আসরে তাৎক্ষণিক সুরের সঙ্গে কথা বেঁধে পরিবেশন করা হয়। পালটা-পালটি যুক্তিতর্ক। আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে সারারাত চলে গানের আসর।