নরসিংদীতে যক্ষ্ণা রোগে আক্রান্ত প্রায় ৪ হাজার। ফলে যক্ষ্ণা প্রতিরোধবিষয়ক আলোচনা সভায় ও যক্ষ্ণা নিয়ন্ত্রণে সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন। যক্ষ্ণা মানবদেহের জন্য একটি মারাত্মক ছুঁয়াচে রোগ। যা মাইক্রো ব্যাকটেরিয়াল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত মানুষের হাঁচি-কাশি এবং মুখের কফ থুতুর মাধ্যমে এ ভাইরাস অন্যদের মধ্যে ছড়ায়। বুধবার নরসিংদী প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যক্ষ্ণা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন অভিমত প্রকাশ করেন।
বাংলাদেশ জাতীয় যক্ষ্ণা নিরোধ সমিতি (নাটাব)- এর নরসিংদী জেলা শাখার সভাপতি রতন কুমার সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, প্রধান আলোচক নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির ঢাকা বিভাগীয় ম্যানেজার অপারেশন মো. মাঈদুল ইসলাম, ব্র্যাকের যক্ষ্ণা নিয়ন্ত্রণ কর্মসূচির নরসিংদী জেলা শাখার ম্যানেজার সুশান্ত দেবনাথ প্রমুখ।