কাহারোলে কালভার্ট যেন এখন মরণ ফাঁদ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে পাকা সড়কের কালভার্টটি ভেঙে পড়ায় প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি গ্রামের মানুষসহ হাজার হাজার পথচারী। প্রায় কয়েক মাস ধরে কালভার্টটি ভেঙে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। ওই কালভার্টের উপর দিয়ে অটোচার্জার, ভ্যান, টলি, ভটভটি, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করছে। এর মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেউ। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসল আনা-নেওয়া ও শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্টটি কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের তেলেঙ্গী বাজার যাওয়ার পথে। নির্মিত কালভার্টের ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বিশাল গর্ত। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহ্‌মেদ জানান, খুব তাড়াতাড়ি কালভার্টটি সংস্কার করা হবে।