আখাউড়ায় দুই ইউপিতে প্যানেল চেয়ারম্যান, একটিতে প্রশাসক নিয়োগ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কিছুদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে মামলার কারণে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান এবং একটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী ইউসুফ, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে আয়েত আলী এবং মোগড়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. এএইচএম মামুনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য এ নিয়োগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান এবং একটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।