চিতলমারীতে বীমার টাকা না পেয়ে সংবাদ সম্মেলন
প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বীমার জমাকৃত টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগীরা সাংবাদিক সম্মেলন করেন।
বুধবার বেলা ১১টায় চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী সভাকক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ পাঠ করে শোনান। উপজেলার সাবোখালী গ্রামের রবিন বিশ্বাস, গোপাল বিশ্বাস ও হরেন বিশ্বাস জানান, ২০০৬ সাল হতে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড নামের একটি বীমা কোম্পানিতে বার্ষিক কিস্তিতে দ্বিগুণ লাভের আশায় তারা টাকা জমা করে আসছেন। এলাকার প্রায় ৪০-৫০ জন ব্যক্তির কাছ থেকে ওই বীমা কোম্পানি দ্বিগুণ লাভের আশ্বাস দিয়ে অর্থ জমা নিয়েছেন কিন্তু এখন এসব অর্থ ফেরত দিতে নানা টালবাহানা করছে।
এ ব্যাপারে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর বাগেরহাট জেলা অফিস সহকারী মো. জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, কোম্পানির আর্থিক সংকট থাকায় এসব গ্রাহকদের জমাকৃত বীমার টাকা এ মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না।