তিন জেলায় সড়কে ছাত্রসহ নিহত ৩

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কুমিলস্নার চৌদ্দগ্রাম, রাজশাহীর দুর্গাপুর ও টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৩ জনের মৃতু্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাইফুল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগনাথপুর মধ্যপাড়ার আবদুল জলিলের ছেলে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনোয়ারুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সামনে মঙ্গলবার রাত দেড়টায় ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং হেলপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হেলপার সাইফুল ইসলামের লাশ উদ্ধার শেষে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় আনছার আলী খাঁন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃতু্য মামলা দায়ের হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগাহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আনছার আলী উপজেলার পানানগর ইউনিয়নের খাঁপাড়া গ্রামের বাসিন্দা ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁনের বড় ভাই। দুর্গাপুর থানার ওসি দূরুল হোদা বলেন, ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটি কোথায় অবস্থান করছে এ বিষয়ে অনুসন্ধান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃতু্য মামলা রুজু শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনার তানভির আহম্মেদ (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে। সে ওই গ্রামের আবু বকর মিয়ার ছেলে এবং সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, তানভির মঙ্গলবার রাতে মোটর সাইকেল যোগে ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজারে অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে গোপীনপুর-ঘাটাইল সড়কের ঘোড়াদহ এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানভির মারা যায়।