মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বদলগাছীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের হাসি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বদলগাছীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের হাসি
নওগাঁয় বদলগাছীতে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন -যাযাদি

নওগাঁর বদলগাছীতে এবার চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের দামও ভালো পাওয়ার কারণে কৃষকরা বেজায় খুশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, 'এবারে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা ছিল ১৪ হাজার ৪৮৩ হেক্টর জমি। আমন ধান চাষ হয়েছে ১৪ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। উপজেলায় মোট পরিবারের সংখ্যা প্রায় ৩৭ হাজার, আমন ধান চাষ করেছেন প্রায় ২৫ হাজার কৃষক।'

বিলাশ বাড়ি ইউপির কাশিমালা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে তুফান বলেন, 'এ বছরে কৃষকের ভুলের কারণে দুই-এক বিঘা জমি ছাড়া সব জমিতে ধানের ফলন ভালো হয়েছে। এ বছর ব্রিধান ৮৭, ৪৯, ৫১,৫২, ৩৪, ১০৩ ও বীনা-১৭, ৯০ জাতের ধান ব্যাপক হারে চাষ করেছে কৃষকরা।'

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, 'আমন ধান চাষের ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেশ তৎপর ছিলেন। কিছু কিছু কীটনাশক আছে, যেগুলো এক সঙ্গে মিশ্রন করে ছিটানো হলে ধানের প্রচুর ক্ষতি হবে। কৃষকদের অসচেতনতা ও কীটনাশক ব্যবসায়ীরা এ জন্য দায়ী।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে