দিনাজপুরের খানসামায় চোরচক্রের ছয় সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুষ্টিয়ার, দৌলতপুর, খুলনার ডুমুরিয়া, চাঁদপুরের ফরিদগঞ্জ, নেত্রকোণার কলমাকান্দা ও নওগাঁর বদলগাছী থেকে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদু্যতিক ট্রান্সফরমার, গরু ও মোটর সাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটক হলো, উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর এলাকার ভরত দাস (২৮), চঞ্চল দাস ওরফে কেতু (৩৫), সুভাষ দাস (২৮), মানিক দাস (৩২), ভবানী দাস (৩৫) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় এলাকার রাজু ইসলাম (২৫)। সেই সাথে এদিন ডলার প্রতারণার সাথে জড়িত তপন রায় নামে এক যুবককে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই বছরের সাজাপ্রাপ্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জাবেদ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাবেদ মিয়া আশুরাইল গ্রামের মিয়া জানের ছেলে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সহচর। মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুলস্না থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম স্বপনের বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইলস্নারচর গ্রামে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল নামক স্থান থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। মোটর সাকেলের দুই আরোহী উপজেলার রামকৃঞ্চপুর ইউপির চড়ুইকুড়ি গ্রামের তারু মন্ডলের ছেলে সুমন (২৬) ও চারু মন্ডলের ছেলে ছোটন (২২) নামে দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি ওয়ান শু্যটার গান ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় আপন মেজ ভাইকে খুনের ঘটনায় নেশাখোর ছোট ভাই সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিহত রুবেল এর স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বুধবার ভোরে আসামিকে তার বাড়ি এলাকা হাসানপুর থেকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চির্কা গ্রামের গৃহবধূ আসমা আক্তারের মৃতু্যর ঘটনায় তার শ্বশুর হানিফ রাঢ়ি ও শাশুড়ি মাছুমা বেগমকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি জানান, নেত্রকোণা জেলার কলমাকান্দায় মঙ্গলবার রাতে যৌথ বাহিনী কলমাকান্দা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে কলমাকান্দা সদরের পশ্চিম বাজার এলাকার ডোয়ারিয়া কোণা থেকে মাদক ব্যবসায়ী অনিল মলিস্নকের ছেলে কনক মলিস্নক কে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে ৫নং কোলা ইউপির চেয়ারম্যান সাহিনুর ইসলাম স্বপনকে বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, ককট্রেল বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ৪ নভেম্বর রাতে মথুরাপুর ইউপির গোবরচাঁপা বাজারে তিনটি ককট্রেল বিস্ফোরকের ঘটনা ঘটে। বিষয়ে বিএনপি নেতা বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে ৪০ জনকে আসামি করে বদলগাছী থানায় মামলা দায়ের করে।