হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এনামউল্যা বলেন, এই আন্দোলনের অন্যতম বিষয় ছিল মেধার মূল্যায়ন ও বৈষম্য নিরসন করা। তাই মেধার মূল্যায়ন করতে হলে প্রথমেই তোমাদের মেধাবী হতে হবে। এজন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের হল সুপার কাউন্সিল এর আয়োজনে ছাত্রী হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার বিকালে অডিটোরিয়াম-১ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন হল সুপার কাউন্সিল এর সভাপতি প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল। সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্য শিক্ষক-কর্মকর্তারা। সঞ্চালনা করেন ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা।