অটোভ্যান বিতরণ
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মধ্যে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে অটোভ্যান বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বক্তব্য রাখেন এসিল্যান্ড মোহাম্মদ নেয়ামত উলস্ন্যা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, বাসাইল থানার ওসি জালাল উদ্দিন প্রমুখ।
সমন্বয় সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড সিনথিয়া হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবু আনাছ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার।
চিকিৎসাসেবা প্রদান
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)। গত রোববার রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের সৌজন্যে বক্তব্য রাখেন পিএসডিও'র সভাপতি মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট মো. নাজমুল হক, পিএসডিও'র ভাঙ্গুড়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবক মো. রিদয় হাসান, জিম হোসাইন, সুমন আহমেদ (শুভ), ফাহিম ইসলাম, রাকিবুল হাসান, শান্তু হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
খেলা অনুষ্ঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বছির বানিয়া হাট যুব সমাজের আয়োজনে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে জমকালো আয়োজনে খুশি ব্রিকসের স্বত্বাধিকারী খাদিমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায়, চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জোবায়ের হোসেন বাবু।
মাঠ দিবস
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা পস্নটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাঠ দিবস উপলক্ষে আল্পনা নাফাকের সঞ্চালনায় ও পুস্প বারৈয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সজল। প্রধান বক্তা ছিলেন বারসিক'র উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা। এছাড়াও বক্তব্য রাখেন আবদুল মোতালেব, শলিতা চিসিম, বাবুল মিয়া প্রমুখ।
নগদ অর্থ প্রদান
ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাকবলিত অসহায় দুস্থ মানুষের মধ্যে বন্যা-পরবর্তী পুনর্বাসন উপলক্ষে রিকশা ও ভ্যানগাড়ি এবং নগদ অর্থ বিতরণ প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আলস্নামা শাইখ হারুন আজিজি নদভী। ধাসের হাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলনা আবদুল জব্বারে পরিচালনায় ও ফেনী পলস্নী বিদু্যৎ সমিতির সচিব মাওলনা মো. নুরুন নবীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ আজিজুল হক মাক্কী, সঙ্গীত শিল্পী সাইদ জামান, কারি তৈয়বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফুটবল টুর্নামেন্ট
ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে তিখুর ত্রিমোহনী জাগরণী ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কমিউনিটি ব্যাংকের সৌজন্যে সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকালে তিখুর মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নবাবগঞ্জ থানার ওসি আ. ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংকের অডিট অফিসার মো. ফিরোজ কবির, শালখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারাজুল ইসলাম (তারা), সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (বেলাল), প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন, ত্রিমোহনী জাগরণী ক্লাবের সভাপতি মো. মানিকুল ইসলাম।
অস্ত্র-গুলি উদ্ধার
ম খুলনা অফিস
খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে একটি রাইফেল, ১৩ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ৪টি গুলির সামনের অংশ, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, ১টি পিস্তলের কভার, ১টি রাইফেলের কভার, ৩টি ভারতীয় দশ রুপির নোট, ১টি বাইনোকুলার, ৯টি পাসপোর্ট এবং ১টি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
অভিভাবক সমাবেশ
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (র.) ডিগ্রি মহাবিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহাবিদ্যালয় মিলনায়তনে শাহ সুলতান কমর উদ্দিন রুমী (র.) ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিংবর্ডির সভাপতি মো. তাজ উদ্দিন ফারাস সেন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, গভর্নিংবর্ডির সদস্য আজিজুল হক ফকির, শাহ সুলতান কমর উদ্দিন রুমী (র.) ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ শাহ আলম প্রমুখ।
রক্তদান কর্মসূচি
ম রংপুর প্রতিনিধি
রংপুরে ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার সকালে নগরীর রাধাকৃষ্ণপুর প্রাইমারি স্কুলে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুন উন নবী ডন, মহানগর যুবদল আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, ড্যাব মহানগর শাখা সভাপতি ডা. নিখিল চন্দ্র গুহ, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মশলাজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তাদের দুই দিনব্যাপী আদা-হলুদ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাটিরাঙ্গার রসুলপুরে পলস্নী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিট মসলা ক্ষেতের অর্থায়নে এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, আইডিএফের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক ও কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এ সময় আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাসসহ সংশ্লিষ্ট আরও অনেকেই উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ বিতরণ
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশের উদ্যোগে ফেনী জেলার পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মডেল থানার (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবদিন, কবি শামসুন্নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, দৈনিক মানবজমিনের ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ক্লিন বাংলাদেশের টিম পরিচালক তানভীর রিসাত ও টিমের সদস্য প্রমি, তানজিফা, ফযলে আলভি, ইমন, হাসান।
সভা অনুষ্ঠিত
ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে ইউএসএআইডি ও কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)-এর সহযোগিতায় পুষ্টি সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান সিএনএইচএর প্রজেক্ট কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ওমর ফয়সাল, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান কাজী জাফর ও মো. মোয়াজ্জেম হোসেন।
লিফলেট বিতরণ
ম রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা ও সোনাতুনিয়া এ. কে নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছে রামপাল উপজেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হাওলাদার তুহিনের নেতৃত্বে মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রওনাকুল ইসলাম তয়ন, মো. আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ সহ আরও অনেকে।
মৌলিক প্রশিক্ষণ
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে দুই দিনব্যাপী সিভিএ কার্যকরী দলের সদস্যদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের কনফারেন্স রুমে প্রশিক্ষণে বক্তব্য রাখেন নীলফামারীর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল ও প্রশান্ত বাক্সে। মৌলিক প্রশিক্ষণে ২৫জন অংশগ্রহণ করছে। প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল জানান, সরকারের যে সব সুযোগ-সুবিধা রয়েছে, সেসব সুবিধা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে সিভিএ'রা।
ক্রীড়া উৎসব
ম নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে নড়াইলের জেলা ক্রীড়া অফিসার জনাব মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড শ্রাবণী বিশ্বাস, সঞ্জয় ঘোষ ও রাফিদ মাহবুব আহমাদ, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সম্পাদক হেমায়েতুল হক হিমু, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুরুর রহমান সিকদার পান্নু, প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশ প্রমুখ।
মতবিনিময় সভা
ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাতের সভাপতিত্বে এ সময়ে ঘুষ, দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাহী অফিসার। এছাড়া আরও বলেন, 'আমি যেহেতু আপনাদের এলাকায় নতুন এসেছি আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া। মঙ্গলবার সকালে এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশসহ সমৃদ্ধি কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার হমন্ত, সিনিয়র প্রভাষক রোকনুজ্জামান, সহকারী শিক্ষক এনামুল হকসহ এই প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই দিনব্যাপী লবণ সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে লিডার্সের প্রশিক্ষণ হল রুমে লিডার্স ও গিম বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসির উপপরিচালক মো. রমিজুর রহমান, বিনা সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন, পিএম এবিএম জাকারিয়া প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণসহ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ১৫শ' নারিকেল চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পিংড়ি এলাকায় কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর তীরে চারা রোপণকালে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান মো. রুহুল আমিন, ইউএনও রাহুল চন্দ, এসিল্যান্ড হাচান মোহাম্মদ সোয়াইব, ওসি মো. ইসমাইল হোসেন, পূবালী ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুলস্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ।
সভা অনুষ্ঠিত
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে সরকারি প্রাথমিকের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রধান শিক্ষকদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্ণীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, আবদুল লতিফ মজুমদার, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন মধ্যে চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।