মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
সেবার কার্যক্রমে জটিলতা

হত্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
হত্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান

কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আশিকুর রহমান নামে একজনের মৃতু্য হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে।

মামলার পর থেকে এ ইউপি চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন। এতে সেবার কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ভোগান্তিতে পড়েছেন পরিষদের নাগরিকরা।

নয়ারহাট ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. নুরুন্নবী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ গত ১ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে পরিষদের নাগরিকত্ব ও ওয়ারিশ সনদসহ জনসেবার সাধারণ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

পরিষদের ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন বলেন, তিনিসহ পরিষদের আরও ৩ সদস্য চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের শাপলা চত্ব্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আশিকুর রহমান নামে একজনের মৃতু্য হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬শ' জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৩০নং আসামি করা হয়েছে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে।

স্থানীয়রা জানান, পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত রয়েছেন। তবে চেয়ারম্যান আত্মগোপনে থাকায় নাগরিকরা ওয়ারিশ সনদ, জন্ম ও মৃতু্যসনদসহ সংশোধিত জন্মনিবন্ধন পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে নয়ারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা আসলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে