বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ফকিরহাটে ১২৩০ জন কৃষক পেলেন বিনামূল্যের সার-বীজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ফকিরহাটে ১২৩০ জন কৃষক পেলেন বিনামূল্যের সার-বীজ

বাগেরহাটের ফকিরহাটে রবি (২০২৪-২৫) অর্থবছরে মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগডাল, মসুরডাল, খেসারির ডাল পেলেন প্রান্তিক কৃষক। ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, কাজি আজহার আলী কলেজের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন, ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান। উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে