বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

পবিপ্রবিতে গেস্নাবাল ক্লাইমেট টক-২০২৪ অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
পবিপ্রবিতে গেস্নাবাল ক্লাইমেট টক-২০২৪ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের আয়োজনে 'সকলে মিলে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলা' শীর্ষক গেস্নাবাল ক্লাইমেট টক-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠানটি হয়। পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপউপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে বক্তরা জলবায়ু পরিবর্তন ও এটি প্রতিরোধের ওপর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জিওমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এন এম সফিকুল আলম বলেন, '২০২৫ সালের মধ্যে ১০-১৫ শতাংশ শস্য উৎপাদন হ্রাস পাবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে।' অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, 'জলবায়ু পরিবর্তনে কৃষি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। দুর্যোগ প্রশমন ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে