মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কেন্দুয়া শহরের সৌন্দর্য বর্ধন বিষয়ক মতবিনিময় সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
কেন্দুয়া শহরের সৌন্দর্য বর্ধন বিষয়ক মতবিনিময় সভা

নেত্রকোনার কেন্দুয়া শহরের সৌন্দর্য বর্ধন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এ সময় তিনি বলেন, উপজেলার বিভিন্ন নদী, খাল, বিল ও কৃষির উৎপাদন বৃদ্ধিসহ পৌর শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে কাজ করে যাবেন। তিনি পৌর শহরের মূল রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাজ রাজেশ্বরী খালের কলেজ রোড ব্রিজ থেকে (কিছু অংশে) ভূমি অফিস পর্যন্ত সৌন্দর্য বর্ধন, আপাতত অস্থায়ী একটি ডাম্পিং স্টেশন নির্মাণ এই তিনটি কাজ দ্রম্নত বাস্তবায়নের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সিনিয়র সদস্য, কবি, নাট্যকার, অভিনেতা, সাংবাদিক জিয়াউর রহমান জীবন প্রমুখ। উপস্থিত ছিলেন- রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে