মাওলানা ভাসানীর মৃতু্যবার্ষিকীতে 'হিফজুল কোরআন' প্রতিযোগিতা
প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় ই. বি. তালিমাতে কুরআন ও সুন্নাহর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন ও মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো. মাছুম খান।
প্রতিযোগিতায় ২৬টি হিফজুল কোরআন মাদ্রাসা থেকে ৯০ জন হাফিজ অংশগ্রহণ করেন। প্রতিবছর এ হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়।