বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আটঘরিয়ায় নীরবে চলছে চাঁদাবাজি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় নীরবে চলছে চাঁদাবাজি

পাবনার আটঘরিয়ায় নীরবে চলছে চাঁদাবাজি। কেউ মুখ খুলছে না কে বা কারা চাঁদাবাজি করছে। তবে চাঁদাবাজি হচ্ছে এ কথা অনেকেই বলছেন। এসব চাঁদাবাজি চলছে বিশেষ বিশেষ সরকারি অফিসে, কর্মকর্তা ও প্রতিষ্ঠানে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তি জানান, 'আটঘরিয়া সাবরেজিস্টার অফিসের ঘটেছে মোটা অংকের টাকার চাঁদাবাজি ও তার ভাগ-বাটোয়ার এবং এ নিয়ে দ্বন্দ্বও ঘটছে। অন্যদিকে এর প্রতিবাদও হয়েছে।'

জানা গেছে, চলতি নভেম্বর মাসে ওই অফিসে দলিল লেখকদের কাছ থেকে মোটা টাকা চাঁদা নেওয়া এবং ওই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ হওয়ায় বিষয়টি এখন টক অব দি উপজেলা। এই চাঁদাবাজির বিরুদ্ধে এখানকার বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা ওই সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে প্রতিবাদ এবং কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান।

আটঘরিয়া উপজেলা হাসপাতাল থেকে কে বা কারা চাঁদা চেয়েছে বলে নাম প্রকাশ না করলেও ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই প্রতিবেদকের কাছে চাঁদাবাজি চলছে বলে স্বীকার করেন। একই চাঁদাবাজরা আটঘরিয়া খাদ্যগুদাম থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও শিবপুর আশরাফিয়া উচ্চ বিদ্যালয়ের গাছ টেন্ডারকালেও চাঁদা গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ আছে। তবে এসব ক্ষেত্রে চাঁদা দিয়েছেন এখন একথা ব্যাপক জানাজানি হলেও চাঁদাবাজদের নাম কোনোভাবেই কেউ বলতে নারাজ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় সব নেতাকর্মী নিভৃতে চলে গেছেন, প্রকাশ্যে আসা বন্ধ। অন্যদিকে বিএনপির নেতাকর্মী ও জামায়াত নেতাকর্মীরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে চাঁদাবাজি করছে কারা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলার কর্তৃপক্ষের এ ব্যাপারে অনুসন্ধান ও পদক্ষেপ গ্রহণের উদ্যোগ জরুরি বলে ভুক্তভোগীদের অভিমত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে