শিবচরে সাংবাদিক হত্যার হুমকি প্রতিবাদ

গৌরীপুরের হাসিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ময়মনসিংহের গৌরীপুরে নিরাপত্তাকর্মী হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
ময়মনসিংহের গৌরীপুরে রবি আজিয়াটা টাওয়ারের নিরাপত্তা কর্মী হত্যার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। অপরদিকে মাদারীপুর জেলার শিবচরে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের বাসিন্দা কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলায় রবি আজিয়াটা টাওয়ারের নিরাপত্তাকর্মী আবুল হাসিম (৬৫) হত্যার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। সোমবার বিকালে এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীর ব্যানারে আবুল হাসিমের বড়ভাই মো. আলী হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মামলার বাদী নিহতের বড় ছেলে মনোয়ার হাসিব মামুন, গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বিপস্নব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কাজী আব্দুলস্নাহ আল আমিন, ভাতিজা আরিফ আহম্মেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, গৌরীপুর ৯৮ ব্যাচের বন্ধু মো. বদরুজ্জামান বদর প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল হাসিমের ছোটভাই অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হেলিম, গৌরীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আলী হায়দার রবিন, নিহতের মেয়ে হেপি, শিপু, ছোট ছেলে সিয়ামসহ আরও অনেকে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার শিবচরে অবৈধভাবে আড়িয়াল খাঁ নদের বালু বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার বেলা ১১টায় উপজেলার সড়ক ৭১ চত্বরে হুমকিদাতা মোকলেস হাওলাদারকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মো. সিরাজুল ইসলাম, আবুল খায়ের খান, মো. খলিল মিয়া, রবিউল হাসান, রুবেল মোড়ল, বজলুর রহমান, রবিন চৌধুরী, নাজমুল হোসেন, রাজু খান, জাভেদ আহমেদ জুয়েল, লাভলু, অপূর্ব জয়, সাইদুর রহমান শওকত, মাসুদুর রহমান, রকিবুল হাসান রকি, শাহিন বিন আনিস, মশিউর কাজী, উপজেলা প্রতিনিধি তারেক হোসেন, রায়হান মিয়া, রাসেল মুন্সী প্রমুখ।