বাগেরহাটে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চাঁদপুর শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, বাগেরহাটে ১৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সেনাবাহিনী। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে অর্ধশত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ অভিযান পরিচালনা করে সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে। অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উলস্নাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। পৌরসভার কর্মকর্তারা জানান, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে শহরে মাইকিং করা হয়। অভিযানের পূর্বে অনেকেই স্থাপনা সরালেও যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদের উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করতে গত সোমবার মোরেলগঞ্জ উপজেলা সদরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুলস্নাহ আল ইমরান। তিনি বলেন, মূল্যতালিকা না থাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি-সংরক্ষণের অভিযোগে মোট ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়েছে। এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন ও বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা করে।