বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
সড়কে দুইজন ও পানিতে ডুবে দুইজনের মৃতু্য

ডুমুরিয়ায় নেশাগ্রস্ত ভাইয়ের হাতে মেজো ভাই খুন

স্বদেশ ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ডুমুরিয়ায় নেশাগ্রস্ত ভাইয়ের হাতে মেজো ভাই খুন

খুলনার ডুমুরিয়ায় নেশাগ্রস্ত ছোট ভাইয়ের হাতে মেজো ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, পানিতে ডুবে মেহেরপুরের গাংনী ও জামালপুরের বকশীগঞ্জে দুই শিশু নিহত হয়েছে। অন্যদিকে, বাগেরহাটের মোলস্নাহাটে সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নেশাগ্রস্ত আপন ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে মেজো ভাই খুন হয়েছেন। গত সোমবার সন্ধ্যার দিকে হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে হাসানপুর গ্রামের জিনেতুলস্নাহ কারিকরের ছোট ছেলে সোহান (২২) ও মেজো ছেলে রুবেল কারিকরের (৩২) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই সোহান ঘর থেকে লোহার হাসুয়া নিয়ে তার মেজো ভাই রুবেলের মাথা ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। রুবেলের চিৎকারে স্বজনরা এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রুবেলের মৃতু্য হয়।

সোহান কারিকর একজন নিয়মিত মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোহানের অতীতেও অনেক বেপরোয়া কাজের সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছে এলাকাবাসী।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, 'খুনের ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। খুনিকে আটকের জন্য সারারাত অভিযান চালিয়েছি। আশা করি দ্রম্নত গ্রেপ্তার করতে স্বক্ষম হব।'

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে পুকুরের পানিতে ডুবে মমিন (৬) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে ধর্মচাকী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মমিন ধর্মচাকী পশ্চিম পাড়ার আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সঙ্গে পুকুরের পাশে খেলা করছিল মমিন। এরই মধ্যে কোনো একসময় পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় সে। পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে মমিনকে উদ্ধার করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (৮) নামে কন্যাশিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাইসা আক্তার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের ফরহাদ হোসেন রাজনের মেয়ে।

জানা যায়, দুপুরে রাইসা সঙ্গীদের নিয়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলতে যায়। খেলার সময় অসাবধানতায় পুকুরে পড়ে যায় রাইসা। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে রাইসার মৃতু্য হয়।

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও ৩ আরোহী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মেঝেরা গাওলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিলস্নার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকার চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ।

আহতরা হলেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

মোলস্নাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে